অনুষ্ঠিত হলো আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চের সাধারণ সভা, গঠিত হল কার্যকরী কমিটি 

Ajimganj Jiaganj Railyatri Association


আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেল যাত্রী ও নাগরিক মঞ্চের সাধারণ সভা অনুষ্ঠিত হলো আজ জিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের অফিসে। আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী মঞ্চের আন্দোলনে কি কি সফলতা এখন অব্দি এসেছে বা কি কি সফলতা এখনো পাওয়া অপেক্ষায়, সেগুলি নিয়ে আলোচনা হয়। ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা হয়। 


বর্ষিয়ান রেল আন্দোলনের নেতৃত্ব দেবাশীষ বসুর প্রয়াণ ও কাশ্মীর এবং মুর্শিদাবাদের ঘটনায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সবাই সর্বসম্মতভাবে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। 


কমিটির গঠনক্রম নিম্নরূপ

সভাপতি: সুভাষ পান্ডে

সহ-সভাপতি: শংকর হাজরা, চন্দন রাও

সাধারণ সম্পাদক রাজা ঘোষ

সহ-সম্পাদক ছোটন গোস্বামী, ধনঞ্জয় হালদার

মুখ্য পরামর্শদাতা অবনী প্রামানিক, অসিত দাস 

কোষাধ্যক্ষ রঞ্জন সাহা, রাজু দাস 

মিডিয়া সেল: প্রদীপ চ্যাটার্জী, শারিউল ইসলাম 

সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর রাকিব শেখ, রাজু দাস