রাজার শহরে রাজবাড়ীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের ভিডিও! নিন্দার ঝড়

Coochbehar news


রাজার শহরে রাজবাড়ীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের ভিডিও বানালো এক অচেনা যুবক । ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে তোলপাড় সমগ্র মহল । বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মী ও শহরকে ভালোবাসা মানুষেরা এই কুমন্তব্যের প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে ।

এই কুরুচিকর ভিডিও নিয়ে কোচবিহারের বাসিন্দা উৎপল দাস নামক এক ব্যক্তি facebook পোস্টে লিখেছেন , রাজ বাড়িতে গিয়ে এরকম অশ্লীল জনক ভিডিও বানানোতে শুধু কোচবিহারের রাজাকে অপমান করার সাথে কোচবিহারের মানুষ তো অপমান করেছে। গ্রেপ্তারের দাবি জানাই।

কুরুচিকর মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই কোচবিহার রাজবংশেও উত্তাল এর সৃষ্টি হয়েছে । এই ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কোচবিহার রয়্যাল ওয়েলফেয়ার সোসাইটির মুখপাত্র কুমার মৃদুল নারায়ন । তিনি আরো বলেছেন , কোচবিহারের রাজা ও রাজ পরিবারকে নিয়ে কুরুচিকর মন্তব্যের আমার তীব্র নিন্দা করি এবং যে কাজ করেছে তার কঠোর শাস্তি হোক ।