দিল্লিকে ৮ রানে হারিয়ে মহিলাদের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই
আরও এক বার ব্যর্থ হলেন বিশ্বক্রিকেটে মহিলাদের সবচেয়ে সফল অধিনায়ক ল্যানিং। তাঁকে হারালেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। মহিলাদের আইপিএলে তৃতীয় বার সরাসরি খেলছিল দিল্লী, প্রতিপক্ষ মুম্বাই।
টস হেরে ব্যাটিংয়ের শুরুটা ভাল হয়নি মুম্বইয়ের। ব্যর্থ হন দুই ওপেনার। পাওয়ার প্লে-তে ওঠে মাত্র ২০ রান। টানা চার ওভার বল করেন কাপ। ১১ রান দিয়ে ২ উইকেট নেন। মুম্বইয়ের ইনিংস ধরেন অভিজ্ঞ শিভার-ব্রান্ট ও অধিনায়ক হরমনপ্রীত। ৩০ রান করে আউট হলেন শিভার-ব্রান্ট। অ্যানাবেল সাদারল্যান্ডের বলে বড় শট মারতে গিয়ে ৬৬ রানে আউট হন অধিনায়ক। নীচের সারির ব্যাটারেরা কোনও রকমে দলের রান ১৪৯ পর্যন্ত নিয়ে যান।
১৫০ রান তাড়া করে জিততে হলে একটি বড় জুটি দরকার ছিল দিল্লির। কিন্তু শুরুতে তা হয়নি। ল্যানিং, শেফালিরা তা করতে পারেননি। দুরন্ত বোলিং করতে থাকে মুম্বাই। চলতি মরসুমে মুম্বইয়ের জয়ের নেপথ্যে সবচেয়ে বড় নাম শিভার-ব্রান্ট। ব্যাটে-বলে দাপট দেখিয়ে মুম্বইয়ের কোলে ট্রফি তুলে দিলেন তিনি। ৮ রানে জেতে মুম্বাই।
এদিন ছিল দুই বাঙালির লড়াই। ডাগ আউটে ছিলেন দুজনেই। এক জন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটে বাঙালিদের সবচেয়ে বড় নাম। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট তিনি। আর অপরজন ভারতের মহিলাদের ক্রিকেটে বাংলার সবচেয়ে বড় নাম ঝুলন গোস্বামী। মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊