আবহাওয়া আপডেট Weather Update 

Weather update


বিদায় নিয়েছে ঠান্ডা। আগমন গরমের। ক্রমাগত দৈনন্দিন তাপমাত্রা বাড়ছে। কিন্তু কিছু কিছু জায়গায় আবার বৃদ্ধির পর ফের কমছে। আবহাওয়া যেন দোল খেলছে। এদিকে কলকাতায় এখনি তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। 



উইকেন্ডে কলকাতায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে অনুমান। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আগামী ৩ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।



সকাল ও সন্ধ্যায় মনোরম পরিবেশ। ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। এই মনোরম আবহাওয়া উধাও হবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলা গুলিতে গরম অনেকটাই বাড়বে। এই দুই জেলায় হট ডে পরিস্থিতি।



বৃহস্পতিবার থেকে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উত্তরবঙ্গের ৩ জেলায়। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার শনিবার এই দুদিন দার্জিলিং ও কালিংপং এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।