Latest News

6/recent/ticker-posts

Ad Code

সিতাইয়ের সিঙ্গিমারি নদীতে দুই কিশোর তলিয়ে যাওয়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

সিতাইয়ের সিঙ্গিমারি নদীতে দুই কিশোর তলিয়ে যাওয়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য

সিতাইয়ের সিঙ্গিমারি নদীতে দুই কিশোর তলিয়ে যাওয়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য


সিতাই:

সিতাইয়ের সিঙ্গিমারি নদীতে দুই কিশোর তলিয়ে যাওয়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ স্থানীয়রা এমনটাই জানান।

জানা গেছে সাগরদিঘীর কামতেশ্বরী ব্রিজের নিচে সিঙ্গিমারি নদীতে স্নান করতে গিয়ে দুই কিশোর তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। অপরজনের সন্ধান এখনো পাওয়া যায়নি।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ, কামতেশ্বরী সেতুর নিচে। নিখোঁজ ও আহত দুই কিশোরের বাড়ি ব্রহ্মত্তর চাত্রার দেওখাতা গ্রামে। গুরুতর আহত কিশোর বিদ্যুৎ বর্মন কে দ্রুত উদ্ধার করে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে তার সঙ্গী ঋষিকেশ বর্মন এখনো নিখোঁজ।

ঘটনার খবর পেয়ে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ চালায়। তবে এ খবর লেখা পর্যন্ত ঋষিকেশ বর্মনের এখনো পর্যন্ত কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার আগে নদীর জলস্তর কম থাকলেও কিছু স্থানে গভীর খাদের মতো অংশ রয়েছে, যা স্নানের জন্য বিপজ্জনক হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code