পাচারের আগেই বিপুল পরিমাণ গাঁজা সহ দুইজন গ্রেফতার দিনহাটার ভেটাগুড়িতে

Two arrested with huge quantity of ganja before smuggling



পাচারের আগেই বিপুল পরিমাণ গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। সোমবার রাতে ভেটাগুড়ি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ এই মাদক উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই ব্যক্তি বিহারের বাসিন্দা। তারা রাস্তার ধারে গাঁজা নিয়ে দাঁড়িয়েছিলেন গাড়ি ধরার জন্য। ঠিক তখনই পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই গাঁজা বাইরে পাচার করার ছক ছিল। উদ্ধার করা গাদার পরিমাণ ৩৫ কেজি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি জয়দেব, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় গিরি। পুলিশ ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে। দুজনকে দিনহাটা থানায় নিয়ে আসা হয়েছে।  আগামীকাল তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা মামলা রুজু করে কোর্টে তোলা হবে।