হরিণের শিং উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ার শহরে!

Alipurduar news



হরিণের শিং উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য আলিপুরদুয়ার শহরে। জেলার বিভিন্ন জায়গায় বিশেষ করে জয়ন্তী রেঞ্জ কুমারগ্রাম রেঞ্জ জলদাপাড়া জাতীয় উদ্যান কতৃপক্ষ একাধিকবার হরিণের শিং পাচারের অভিযোগে চোরা শিকারী কে তারিখে হাতেনাতে পাকড়াও করেছে। কিন্তু এবার আলিপুরদুয়ার শহরে হরিণের সিং উদ্ধার আমার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 



বনদপ্তর সূত্রে খবর আড়াই ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুটি শিং উদ্ধার হয়। আলিপুরদুয়ার ঘাগড়া এলাকায় ডিমা নদী সংলগ্ন এলাকায় এ দুটি সিং উদ্ধার হয়। মিন্টু দাস নামে এক যুবক স্নানের সময় সিং দুটি দেখতে পারেন। পরবর্তীতে তিনি স্থানীয়দের ডেকে বিষয়টি বলেন। পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশ এবং বনদপ্তরকে।




বনদপ্তর সূত্রে খবর হরিণের সিং দুটিকে কয়েকদিন আগে কাটা হয়েছে বলে অনুমান। বনদপ্তরের লোকেরা সিং দুটিকে উদ্ধার করে নিয়ে যায় এদিন। হরিণের সিং উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ার এর ঘাগড়া সহ শহরের বিভিন্ন এলাকায়। ভিড় জমান স্থানীয় মানুষজন। সিং দেখতে ছুটে আসেন বহু মানুষ। তবে শহর সংলগ্ন এলাকায় এভাবে হরিণের শিং উদ্ধার হতেই ঘটনায় প্রশ্ন উঠছে তাহলে কি শহর লাগাওয়া এলাকাগুলো জোড়া শিকারীদের রুটে পরিণত হচ্ছে না তো?