Latest News

6/recent/ticker-posts

Ad Code

Rohit Sharma: লারার লজ্জার রেকর্ড স্পর্শ করলেন রোহিত শর্মা

Rohit Sharma: লারার লজ্জার রেকর্ড স্পর্শ করলেন রোহিত শর্মা

Rohit Sharma


না চাইলেও লারার রেকর্ড স্পর্শ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে হেরে ওয়ানডে ক্রিকেটে পরপর ১২ বার টসে হারার রেকর্ড গড়লেন রোহিত শর্মা।


অধিনায়ক হিসেবে লারাও টানা ১২ বার টসে হেরেছিলেন। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ১৯৯৯-এর মে মাসের মধ্যে পরপর ১২টি টসে হারেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্যাপ্টেন। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টসে হেরে সেই রেকর্ড ছুঁলেন রোহিত। সব ফরম্যাট মিলিয়ে ১৫ বার টসে হার রোহিত।


এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টসে হারের পর রোহিত শর্মাকে বলতে শোনা যায়, আগে ব্যাটিং করতে হবে নাকি বোলিং, সেসব নিয়ে চিন্তাভাবনা করা ছেড়ে দিয়েছেন। অর্থাৎ, তিনিও যেন মনে মনে ধরে নিয়েছেন টস হারাটাই তাঁর ভাগ্যে রয়েছে।


২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষবার কোনও ওয়ানডে ম্যাচে টস জিতেছিল টিম ইন্ডিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code