আজ থেকে শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুণী মেলা

North Bengal's traditional Baruni Mela begins today


আজ গঙ্গা বারুণী স্নান। আর আজ রাজ্য জুড়ে স্নানের ঘাটে ঘাটে প্রাক বৈশাখের শেষ মেলা জমে উঠেছে । একই চিত্র জলপাইগুড়ির ঐতিহাসিক গৌরীহাটে। এখানে বয়ে যাওয়া করলা নদী উত্তরমুখী। তাই জনসাধারণের মনে বিশেষ জায়গা করে নিয়েছে করলা নদীর এই ঘাট। এবার ৮৩ তম বছরে পদার্পন করলো এই ঐতিহাসিক মেলা।

এই মেলাকে কেন্দ্র করে উত্তরমুখী করলা নদীতে পূণ্য অর্জনের জন্য স্নানের আয়োজন করা হয়।

এই দিন সকাল থেকেই উত্তরমুখী করলা নদীতে অসংখ্য মানুষ পূণ্য স্নানে অংশ নেয় । মূলত গৌড়িহাট কমিটির উদ্যোগে প্রতি বছরই এই মেলা হয়ে থাকে করলা নদীর ধারে ।

এ বছরও গৌরীহাট এলাকায় বারুণী মেলার আয়োজন করা হয়েছে। আজ থেকে শুরু হয়ে আট দিন চলবে মেলা। 

ইতিমধ্যে গৌরীহাটের গঙ্গা বারুনী মেলায় পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকেই ভক্তবৃন্দ আসেন এখানে। নদীতে স্নান সেরে দই চিড়া খাবার রীতি এখানে প্রচলিত। এরপর মেলায় কেনাকাটা করে বাড়ি ফেরেন আগত পূণ্যার্থীরা ।