৪৩-এও দুরন্ত স্ট্যাম্পিং ধোনির! স্ট্যাম্পের পিছনে এখনও ব্যাটারের ত্রাস

msd


বয়স ৪৩। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল এ এখনো খেলছেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের ১৮ তম সংস্করণে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এর মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস। আর সেই ম্যাচেই নিজের দুরন্ত স্ট্যাম্পিংয়ে জানিয়ে দিলেন বয়স একটা সংখ্যা মাত্র।


এদিন শুরুতে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত খালি হাতে ফেরার পর দলের ভার চলে যায় সূর্য কুমার যাদবের উপর ২৬ বলে ২৯ রানের ইনিংস খেলেন তিনি।


মুম্বইয়ের ইনিংসের ১১তম ওভারে বল করছিলেন নুর আহমেদ। আফগানিস্তানের স্পিনারের বলে ক্রিজ় ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়েছিলেন সূর্য। কিন্তু তিনি বলের নাগাল পাননি। উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা মহেন্দ্র সিং ধোনি বল লুফে নিয়ে মাত্র 0.12 সেকেন্ডে উইকেটে বল লাগিয়ে দেন। ৪৩ বছর বয়সেও এতটা কম সময়ে দুরন্ত স্টাম্পিং করেন মহেন্দ্র সিং ধোনি।


স্ট্যাম্পিংর পর আর তৃতীয় আম্পায়ারের ডিসিশনের অপেক্ষা করেননি মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটার সূর্য কুমার যাদব। তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত জানানোর আগেই সাজঘরের দিকে হাঁটা লাগান তিনি। পিছন ফিরে তাকাননি। জানতেন ধোনি স্টাম্প করেছেন মানে আর কোনও কিছু দেখার প্রয়োজন নেই।


ধারাভাষ্য দিচ্ছিলেন রবি শাস্ত্রী। শাস্ত্রী রবিবার বলেন, “ভিড়ের মধ্যে পিছনে ধোনি থাকলে কেউ চাইবে না পকেট থেকে পার্স একটুও বেরিয়ে থাকুক।” দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটরক্ষক মার্ক বাউচার মনে করেন বিশ্বের সেরা উইকেটরক্ষক ধোনি। বাউচার বলেন, “আমার কাছে ধোনি একটা অকল্পনীয় বিষয়। দুর্দান্ত মানুষ। অন্য ক্রিকেট না খেলে আইপিএলের জন্য নিজেকে যে ভাবে বাঁচিয়ে রাখছে ধোনি, সেটা শেখার মতো। আমার মনে হয় ও বিশ্বের সেরা উইকেটরক্ষক। ওর হাত দুর্দান্ত। প্রচণ্ড ক্ষিপ্রতা। মাথা এবং পা এখনও সক্রিয়। উইকেটের পিছনে সকলের চেয়ে আলাদা। ধোনিকে দেখে আমিও শিখি।”