দাম বেড়ে গেল রান্নার গ্যাসের, কত হল দাম?
দাম বেড়ে গেল রান্নার গ্যাসের। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) জন্য সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি ১ মার্চ থেকেই (LPG Price Hike) এই বর্ধিত দাম কার্যকর করবে বলে জানা গেছে। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের (Commercial LPG Price) দাম ১ মার্চ থেকে এবার বেড়ে গেল।প্রতি মাসের শুরুতেই রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলি তাদের সেই মাসের জন্য বাণিজ্যিক বা ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে।
জানা যাচ্ছে ইন্ডিয়ান অয়েল সংস্থা তাদের এলপিজি সিলিন্ডারের দাম ৬ টাকা হারে বাড়িয়েছে এবং এখন সেই সিলিন্ডার কিনতে খরচ হবে ১৭৯৭ টাকা। দিল্লিতে এখন এই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭৯৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮০৩ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ১৯১৩ টাকা। মুম্বইতে আজ থেকে এলপিজি সিলিন্ডারের দাম ১৭৪৯.৫০ টাকা থেকে বেড়ে হল ১৭৫৫.৫০ টাকা। চেন্নাইতে এই ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হল ১৯৫৯ টাকা।
বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়লেও ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দামে কোনো বদল হয়নি। তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার কারণে রেস্তোরাঁতে, হোটেলে খাবারের দাম বাড়ার অনুমান করা হচ্ছে। এদিকে এই মাসেই রয়েছে রমজান, হোলি দোল উৎসব। উৎসবের এই মাসেই গ্যাসের দাম বৃদ্ধি কিছুটা হলেও চিন্তার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊