দ্বিতীয় স্ত্রীকে খুন স্বামীর, ঘটনায় চাঞ্চল্য

দ্বিতীয় স্ত্রীকে খুন স্বামীর, ঘটনায় চাঞ্চল্য



দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মাটিগাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য। মৃতার নাম ঋতু গুপ্তা। অভিযুক্ত রাজেশ কুমার গুপ্তা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা এলাকার টুম্বা জোতে।

জানা গিয়েছে রাজেশ কুমার গুপ্তা সোনি নামে ওই ব্যক্তি প্রথম বিয়ে করেছিলেন রেখা গুপ্তা নামে এক মহিলাকে। সেই পক্ষের দুই সন্তান রয়েছে তার। এরপর ১২বছর আগে আবার রাজেশ কুমার গুপ্তা শোনি রিতা সাহা নামে এক মহিলাকে বিয়ে করেন। এরপর থেকেই শুরু হয় অশান্তি। প্রথম পক্ষের স্ত্রী রেখা গুপ্তা থাকতো টুম্বা জোত এলাকায়। আর রিতা সাহা থাকতো রানা নগর এলাকায়। অভিযোগ প্রতিদিন রাতেই রাজেশ কুমার গুপ্তা শোনি রানা নগরে তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাড়িতে আসতেন। কিন্তু গতকাল রাতে বাড়ি ফিরছিলেন না রাজেশ কুমার গুপ্তা শোনি। এরপর রিতা সাহা সন্দেহের বসে রাজেশ কুমার গুপ্তাকে খুঁজতে টুম্বা জোতে রেখা গুপ্তার বাড়িতে যায়।

অভিযোগ সেখানেই ছিলেন রাজেশ কুমার গুপ্তা শোনি। সেখানেই নাকি রিতা সাহার উপর হামলা চালান রাজেশ কুমার গুপ্তা শোনি, তার প্রথম পক্ষের স্ত্রী রেখা গুপ্তা এবং তার দুই সন্তান। ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করা হয় রিতা সাহাকে। এরপর আশঙ্কা জনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর খবর পেয়ে ছুটে আসেন তার পরিবারের লোকজন। গোটা বিষয়টি বুঝতে পেরে জামাই রাজেশ কুমার গুপ্তা শোনি সহ রেখা গুপ্তা এবং তার দুই ছেলের নামে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করে রিতা সাহার বাপের বাড়ির লোকজন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামেই মাটিগাড়া থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় রাজেশ কুমার গুপ্তা সোনিকে।

জানা গিয়েছে রাজেশ কুমার গুপ্তা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা। পুলিশ এই ঘটনায় তদন্তে নেমে বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করেছে। আজ অভিযুক্ত রাজেশ কুমার গুপ্তা শোনিকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। অপরদিকে রিতা সাহার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে মাটিগাড়া থানার পুলিশ।