২৩শে মার্চ প্রকাশ্য জনসভা, সাংবাদিক বৈঠক কামতা পুর স্টেট ডিমান্ড কাউন্সিলের
কেএলও চিফ জীবন সিংহ এবং কেএলও কেএন ডিএল কোচের সাথে ভারত সরকার যে শান্তি আলোচনা শুরু হয়েছে তা দ্রুত সম্পন্ন করার দাবিতে আগামী ২৩ সে মার্চ আসামের গোঁসাইগাওতে অনুষ্ঠিত হবে প্রকাশ্য জনসভা।সেই জনসভায় সমস্ত ভূমিপুত্র সহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষদের যোগদান করার আহবান জানিয়েছেন কামতা পুর স্টেট ডিমান্ড কাউন্সিল।
এই নিয়ে সাংবাদিক বৈঠক করলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরা। জানা গিয়েছে, আগামী ২৩ সে মার্চ বৃহৎ আকারের এই জনসভার মধ্য দিয়ে ভারত সরকারকে এই দাবি জানাবেন তারা। সংগঠনের তরফে জানানো হয়, অবিলম্বে শান্তি আলোচনা সম্পন্ন করে দ্রুত পৃথক রাজ্য, জনজাতি করণ, ভাষার দাবিকে মান্যতা দিতে হবে ভারত সরকারকে। আর এই দাবি দ্রুত মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন কামতা পুর স্টেট ডিমান্ড কাউন্সিল।
আগামী ২৩ সে মার্চ এর জনসভাকে সফল করার জন্য আহবান জানান সংগঠনের নেতৃত্ব রা। এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে তারা কি জানালেন শুনুন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊