দিনে দিদিমণি রাতে দুষ্টু ছবির মডেল! সাসপেন্ড শিক্ষিকা, শোরগোল নেটদুনিয়ায়
দিনে দিদিমণি রাতে দুষ্টু ছবির মডেল! ক্যাথলিক স্কুলে ছোট ছেলেমেয়েদের পড়ান দিনের বেলায় আর রাতে দুষ্টু ওয়েবসাইটে কন্টেন্ট ক্রিয়েট করেন। খবর জানাজানি হতেই স্কুলের তরফে সাসপেন্ড করা হলো ম্যাডামকে।
দিনে ক্যাথলিক স্কুলের পড়ুয়াদের পড়ালেও রাতে দুষ্টু ওয়েবসাইটের মডেল হিসাবে কাজ করতেন ২৯ বছর বয়সি শিক্ষিকা এলেনা মারাগা এমনটাই অভিযোগ। ওই দুষ্টু ওয়েবসাইটে ছবি ও ভিডিও পোস্ট করে যথেষ্ট আয় করেন তিনি। ঘটনাটি ইতালির বলেই সংবাদমাধ্যম উল্লেখ করা হয়েছে। বিষয়টি এক অভিভাবকের নজরে আসার পর বাকি অভিভাবকদের জানান সেই অভিভাবক। অভিভাবকেরা সমবেত হয়ে এলেনার বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের দ্বারস্থ হন। এর পরেই এলেনাকে সাসপেন্ড করা হয় বলে খবর।
ঘটনার পরেই নড়েচড়ে বসেছে শিক্ষামন্ত্রক। ইতালির শিক্ষা মন্ত্রক নতুন একটি নীতিমালা তৈরির প্রস্তুতি নিচ্ছে, যা শিক্ষক-শিক্ষিকাদের দুষ্টু ওয়েবসাইটে উপস্থিত নিষিদ্ধ করবে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
ওই শিক্ষিকার সাফাই স্কুল যা বেতন দেয় তাতে সংসার চালানো দায়। তাই অবসর সময়ে দুষ্টু ওয়েবসাইটে কন্টেন্ট বানানোর সিদ্ধান্ত নেন তিনি। ইতালীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এলেনা বলেন, ‘‘আমি এমনিতেই অন্য দিকে কেরিয়ার গড়ার কথা ভেবেছিলাম। আমি কয়েক জনকে চিনি যাঁরা এ ভাবে খুব ভাল আয় করেন। আমি কেবল ভেবেছিলাম যে, আমার শরীর নিয়ে আমি গর্বিত। তা প্রদর্শন করে যদি উপার্জন হয়, তাতে ক্ষতি কী?’’
এলেনার শিক্ষা বিজ্ঞানের ডিগ্রি রয়েছে। পাঁচ বছর ধরে ওই স্কুলে কর্মরত। তিনি একমাস আগেই দুষ্টু ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলেন। তার কথায় স্কুলের এক মাসের বেতন তিনি একদিনেই নেট থেকে ইনকাম করেছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊