শ্রেয়স-হার্দিকের লড়াই, নিউজিল্যান্ডকে ২৫০-র টার্গেট দিল ভারত

Ind vs NZ


নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৪৯ রানের স্কোর খাড়া করল ভারত আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। এদিন প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড 


প্রথম ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও 15 রানেই সাজঘরে ফেরেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এদিন ব্যর্থ হন অপর ওপেনার শুভমন গিল। মাত্র দুই রানেই আউট হয়ে যান তিনি। পাকিস্তানের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাকালেও কিউইদের বিরুদ্ধে ব্যর্থ কিং কোহলি। মাত্র ১১ রান করেন তিনি। ম্যাচকে টেনে নিয়ে যান শ্রেয়স। 


এদিন শ্রেয়স ৯৮ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ও রগের বলে পুল মারতে গিয়ে ৭৯ রানে আউট হন তিনি । তার আগে ৪২ রানে ফেরেন অক্ষর। ২৩ রানে সাজঘরে ফেরেন কেএল রাহুল। নিজের বাঁ-দিকে ঝাঁপিয়ে অনবদ্য ক্যাচে জাডেজাকে ১৬ রানে ফেরান কেন উইলিয়ামসন। ম্যাচটি টানতে থাকেন হার্দিক পান্ডিয়া। ৪৫ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি। হেনরির বল উপরে তুলে রাচিন রবীন্দ্রের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। শেষ ওভারের শেষ দুই বলে মেরে খেলার চেষ্টা করেন শামি। একটি বলে ২ রান নেন‌। সেসময় রান আউট করার চেষ্টায় ফিল্ডারের ছোঁড়া বল শামির পিঠে লাগে। শেষ বলে তুলে মারলেও ফিল্ডারের হাতে ধরা পড়ে আউট হয়ে ফেরেন শামি। ২৪৯ রান তোলে ভারত। নিউজিল্যান্ডকে ২৫০ রানের টার্গেট দিল রোহিত বাহিনী।