নীতিশ রানার বিধ্বংসী ইনিংস, হাসরাঙার দূরন্ত বোলিং চেন্নাইকে হারালো রাজস্থান

csk vs rr


নীতীশ রানার (Nitish Rana) বিধ্বংসী ইনিংসের সুবাদে নয় উইকেটে ১৮২ রান তোলে রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে নীতীশ রানা সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেন। জবাবে ১৭৬ রান তোলে চেন্নাই। চেন্নাইয়ের সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন রুতুরাজ। ৬ রানে জয় ছিনিয়ে নেয় রাজস্থান রয়্যালস।

আজ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। শুরুতে যশস্বী চার রানে আউট হলেও নীতীশ ব্য়াট করতে নেমেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করা শুরু করেন। ২১ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। রিয়ান পরাগ ৩৭ রানের ইনিংস খেলেন বটে, তবে হাসারাঙ্গা, ধ্রুব জুরেলরা রান পাননি। শিমরন হেটমায়ার খানিক চেষ্টা করছিলেন বটে, তবে তাঁর ইনিংসও ১৯ রানে শেষ হয়।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চেন্নাই সুপার কিংস। খালি হাতেই ফেরেন রাচিন। রাহুল করেন ২৩। ৪৪ বলে ৬৩ রানের ইনিংস গড়েন রুতুরাজ। টান টান অবস্থায় চলতে থাকে খেলা। দুবে করে ১৬। চেন্নাইয়ের জয়ে চেষ্টায় জাদেজাও ভালোই চেষ্টা করেন। ৩২ রান করেন তিনি। ধোনি মারমুখী খেললেও ১৬ রানেই ফেরেন। ৬ উইকেট হারিয়ে ১৭৬ রানে ইনিংস শেষ হয় চেন্নাইয়ের। ৬ রানে জয় পায় রাজস্থান।