Coochbehar Police: জেলা জুড়ে অবৈধ গাঁজা উদ্ধারে সক্রিয় কোচবিহার পুলিশ
বেশ কয়েক সপ্তাহ থেকেই শুরু হয়েছে গাঁজা উদ্ধারে তল্লাসি, মিলছে সাফল্যও। শুধু অবৈধ গাঁজা গাছ কাটাই নয় অবৈধ গাঁজা মজুত বা পাচার রোধেও বেশ সক্রিয় হয়ে উঠেছে কোচবিহার পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ মিনিট নাগাদ সাহেবগঞ্জ থানার তরফে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুড়িরহাট কুকুরকচুয়া গ্রামের মনোজ বর্মন নামের এক ব্যক্তির বাড়ি থেকে ২১০ কেজি ওজনের অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
আজ সিতাইয়ের ব্রহ্মত্তর চাত্রা অঞ্চলে পুলিশের অভিযান, ৯০০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার। সিতাইয়ের ব্রহ্মত্তর চাত্রা অঞ্চলের ৫৩৭ শিঙিমারি গ্রামে এক বাড়ি থেকে পুলিশের অভিযানে ৯০০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল চারটে নাগাদ এই অভিযানে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র এবং সিতাই থানার ইনচার্জ (আইসি) দীপাঞ্জন দাস ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় উক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বাড়ির মালিক কে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ধরনের অবৈধ কার্যকলাপের বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। পুলিশের এই সফল অভিযানে এলাকায় প্রশংসা ও স্বস্তি ফিরেছে।
দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানান, অবৈধ মাদক ব্যবসা রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই ঘটনায় আরও তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊