আবারো ধূপগুড়িতে আক্রান্ত সংবাদিক, এবার মদ্যপ পুলিশ কর্মীর হাতে!

Reporter attack by police


আবারো ধূপগুড়িতে আক্রান্ত সংবাদিক।এইবার হাসপতালে চিকিৎসা করাতে গিয়ে মদ্যপ অবস্থায় কর্মরত পুলিশের হাতে আক্রান্ত হলেন সাংবাদিক জয়ন্ত বর্মন। বর্তমানে তিনি একটি পত্রিকা ও বেশ কয়েকটি ডিজিটাল মিডিয়ার এর সাথে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি ধুপগুড়ি প্রেসক্লাবের সদস্য।



প্রসঙ্গত, 2023 সালের পঞ্চায়েত ভোটের থেকে বারবার ধুপগুড়িতে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন।ওই বছর পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা ভোটের খবর করতে গিয়ে 23 জন সাংবাদিক শাসক দলের কর্মীদের দাড়া আক্রান্ত হয়। যদিও সেই ঘটনার বেশ কয়েকবছর কেটে গেলেও একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এবার কোন রাজনৈতিক নেতা বা কোন গুন্ডা মস্তানের হাতে আক্রান্ত নয় খোদ পুলিশের হাতে আক্রান্ত সাংবাদিক। 



মদ্যপ অবস্থায় এলোমেলো ইউনিফর্মে এসে চিকিৎসা করতে যাওয়া এক সাংবাদিককে আচমকা আক্রমণ করে বসেন ধুপগুড়ি থানার অন্তর্গত ধুপগুড়ি হাসপাতালে আউটপোস্টের এক পুলিশ কর্মী। বারবার ধূপগুড়িতে এই সাংবাদিক আক্রমনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত সংবাদ কর্মীরা।