রেলের সঙ্গে সংঘর্ষে হাতি মৃত্যু ঠেকাতে ডিভাইস পরীক্ষার সময় কুনকি হাতির আক্রমণে মৃত্যু বেসরকারি সংস্থার কর্মীর
সমীর হোসেন, আলিপুরদুয়ার :
ইন্ট্রিডিউসিং এলিফ্যান্ট ডিটেকশন সিস্টেম এর ট্রায়াল রান করতে এসে কুনকি হাতির আক্রমণে মৃত্যু হল রেলের ঠিকাদারি সংস্থার এক কর্মীর। ঘটনা আলিপুরদুয়ার ডিভিশনের রাজাভাতখাওয়া রেলওয়ে স্টেশনের কাছে। ঘটনার সময় সামনেই উপস্থিত ছিলেন উত্তর-পূর্বক সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব ও রেলের অন্যান্য আধিকারিকরা।
রেলের সঙ্গে সংঘাতে হাতির মৃত্যু ঠেকাতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের বিভিন্ন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া রেললাইনে বসানো হচ্ছে ডিটেকশন ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে রেললাইনে হাতি এলেই তা সতর্ক করবে ড্রাইভার এবং আশপাশের স্টেশন মাস্টারকে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জংশন এবং রাজাভাতখাওয়া স্টেশনে এই ইন্ট্রোডিউসিং এলিফ্যান্ট সিস্টেম ডিভাইসের ট্রায়াল রান পর্যবেক্ষণে আসেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব।
এদিন ট্রায়ালের জন্য বক্সা ব্যাঘ্র প্রকল্পের থেকে কুনকি হাতি জোনাকি কে আনা হয়েছিল। এদিন দুপুর দুটো নাগাদ রাজাভাতখাওয়া স্টেশন সংলগ্ন রেললাইনের পাশেই কুমকি হাতি এনে সেই ট্রায়াল রান চলছিল। সেই সময় ওই রেললাইন দিয়ে পাড হচ্ছিল আপ কাঞ্চন কন্যা এক্সপ্রেস। সেই সময় ঠিকাদারি সংস্থার কর্মী বছর পঞ্চান্নর সন্দীপ চৌধুরীকে পদপৃষ্ঠ করে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কুনকি হাতি জোনাকি। ঘটনাস্থল থেকে তড়িঘড়ি তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠালে, কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊