উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে দেদার মদ বিক্রি! গ্রেপ্তার ১

Selling liquor in North Bengal Agricultural University canteen



কোচবিহার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ক্যান্টিনে দেদার মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। জানা যায় শুক্রবার থেকে রবিবার অবধি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে চলছিল বার্ষিক সোশ্যাল অনুষ্ঠান। এছাড়াও এর আগে সেখানে অনুষ্ঠিত হয়েছে কৃষিমেলা।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ নির্মল অঞ্জয় জানান যে কানাঘুষো শুনছিলাম কৃষি বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হলের পাশে অবস্থিত ক্যান্টিন থেকে ছাত্রদের কাছে মদ বিক্রি করা চলছে। সেইমত আমি বিষয়টির ওপর নজরদারি চালাচ্ছিলাম। শনিবার শরীরিক অসুস্থ্যতা স্বত্তেও আমি রাত ১০ টা অবধি ক্যাম্পাসে ছিলাম। কিন্তু ততক্ষণ মদ বিক্রি করার কোনো সূত্র আমরা পাইনি। তারপর আমি কয়েকজনকে নজরদারি চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে আসি । রাত ১২টা নাগাদ তারা আমায় ফোন মারফৎ জানায় যে ঐ ক্যান্টিন থেকে ছাত্রদের কাছে মদ বিক্রি করা হচ্ছে। তখুনি আমি তাদের ভিডিও করার জন্য বলি। পাশাপাশি এটাও জানাই যে এই মুহূর্তে কাউকে কিছু না জানাতে। পরের দিন আমি ক্যাম্পাসের কিছু লোকজন নিয়ে ওই ক্যান্টিনে রেড করে প্রচুর পরিমানে মদের বোতল উদ্ধার করে নিজ হেফাজতে রাখি। এরপর খবর দেওয়া হয় পুন্ডিবাড়ি থানার পুলিশ কে। পুলিশ এসে আজ বিকেল ৫ টায় ক্যান্টিনের মালিক হরিপদ জানা কে গ্রেপ্তার করে নিয়ে যায়।

সিকিউরিটি ইনচার্জ নির্মল অঞ্জয় জানান আমি দীর্ঘ ২৮ বছর ধরে এই ক্যাম্পাসে চাকরি করছি। ইতিপূর্বে এমন ঘটনা বিশ্ববিদ্যালয় চত্ত্বরে কোনদিন ঘটেনি।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুৎ কুমার পাল জানান যে আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত সিকিউরিটি ইনচার্জ নির্মল অঞ্জয়ের তৎপরতায় ঘটনাটি সামনে আসে। সরকারি নিয়ম মেনে টেন্ডার করে এই ক্যান্টিনের দায়িত্ব দেওয়া হয় কলকাতার জানা এন্টারপ্রাইজ নামক একটি সংস্থাকে। ওই সংস্থা তিনমাস আগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যান্টিনের দুটি ইউনিট চালু করে। একটি ক্যান্টিন কলেজের অধ্যাপক অদ্যাপিকা ও নন টিচিং সকল স্টাফদের জন্য আর বিবেকানন্দ হলের পাশের ক্যান্টিনটি ছিলো ছাত্র-ছাত্রীদের জন্য। এই জানা এন্টারপ্রাইজের মালিকের নাম হরিপদ জানা। তিনি কলকাতার বাসিন্দা। জেরাতে হরিপদ জানা সকল বিষয়টি স্বীকার করে নেয়।আইন ভঙ্গের কারনে আজ আমরা ওই সংস্থার সাথে সকল চুক্তি বাতিল করে দেই। সমস্ত ঘটনার বিবরণ দিয়ে পুলিশকে খবর দেই।

পুলিশ আজ বিকেল ৫ টায় হরিপদ জানাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ও তার বিরুদ্ধে যথাযথ মামলা রুজু করে। এছাড়াও উদ্ধার করা মদের বোতলগুলি সিজ করে নিয়ে যায়।