Latest News

6/recent/ticker-posts

Ad Code

সারভিকাল ক্যান্সার সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালা শ্রীপৎ সিং কলেজে

সারভিকাল ক্যান্সার সংক্রান্ত সচেতনতামূলক কর্মশালা শ্রীপৎ সিং কলেজে

Sripath Singh College


সারভিকাল ক্যান্সার সংক্রান্ত একটি সচেতনতামূলক বক্তৃতার আয়োজন করা হয় শ্রীপৎ সিং কলেজের রবীন্দ্র সভাকক্ষে। উদ্যোক্তা কলেজের ওমেন্স সেল ও আইকিউএসি। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সিস্টার-ইন-চার্জ শ্রীমতী লীনা পাল মহাশয়া প্রাঞ্জলভাবে ছাত্রছাত্রীদের কাছে সারভিক্যাল ক্যান্সারের কারণ ও প্রতিরোধ ব্যাখ্যা করেন। তিনি অত্যন্ত গুরুত্ব দেন টিকাগ্রহণ প্রক্রিয়াটির ওপর। এছাড়া সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশের ওপর গুরুত্ব প্রদানের জন্য শ্রীমতী লীনা পাল কলেজকে একটি মরুগোলাপ গাছ উপহার দেন। 



ছাত্রীরা বক্তার প্রজেক্টের ফিডব্যাক গ্রহণ করার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ও প্রশ্নোত্তর পর্বেও তাদের উৎসাহ ছিল দেখার মতো। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওমেন্স সেলের কনভেনর ডক্টর সুচেতা মুখোপাধ্যায়, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপিকা। অধ্যক্ষ মাননীয় ডক্টর কমল কৃষ্ণ সরকার ও শিক্ষক সংসদের সেক্রেটারি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপিকা ডক্টর মিতালি টিকাদার সমগ্র উদ্যোগটিকে সাধুবাদ জানিয়ে সংক্ষিপ্ত ও মনোজ্ঞ আলোচনা করেন।



প্রাণিবিদ্যার অধ্যাপিকা সুনীতা হাঁসদা অতিথিকে বরণ করেন। অনুষ্ঠানটি শুরু হয় রসায়ন ভাগের অধ্যাপিকা ডক্টর মৃত্তিকা মোহরের গাওয়া রবীন্দ্রসঙ্গীত 'সর্ব খর্ব তারে দহে তব ক্রোধ দাহ' দিয়ে। ইংরেজি বিভাগের অধ্যাপিকা শ্রীমতী নিলোফার ইয়াসমিন ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানটি শেষ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code