কবে থেকে শুরু পবিত্র রমজান মাস? জানুন বিস্তারিত


রমজান মাস

ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান মাস। আরবী মাস অনুসারে শাবান মাস শেষের পর শুরু হয় রমজান মাস। এই মাসের ৩০ দিন রোজা পালন করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। সাথে পরম করুনাময় আল্লাহতালার এবাদত করেন মানুষেরা। রমজান সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি পবিত্র মাস। তারা প্রায় এক মাস ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রেখে ইসলামিক ক্যালেন্ডারে সবচেয়ে পবিত্র মাসটি পালন করে। রমজানের শেষে পালিত হয় ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র উৎসব।

হাতে গোনা আর এক দিন আর তারপরেই শুরু হতে চলেছে রমজান মাস। রমজানের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চাঁদ দেখা। চাঁদের ওপরেই নির্ভর করেই শুরু হয় মাস। চলতি বছর ২৮শে ফেব্রুয়ারি কিংবা ১লা মার্চ চাঁদ দেখার ওপর নির্ভর করছে রমজান মাসের শুভ আরম্ভ। ১লা বা ২রা মার্চ থেকে শুরু হতে পারে রমজান মাস। সৌদি আরবের মক্কাতে প্রথম চাঁদ দেখা যায়। সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যাবে ঠিক তার একদিন পরে পশ্চিমের দেশগুলিতেও চাঁদ দেখা হয়। ২৮শে ফেব্রুয়ারি বা ১লা মার্চ তারিখ ভারত থেকে দেখা যাবে চাঁদ। পাকিস্তান, বাংলাদেশেও চাঁদ দেখা যাবে ওইদিনেই।

ইসলামিক ক্যালেন্ডার হয় লুনার সাইকেলের ওপর ভিত্তি করে। ৩৫৪ দিনে হয় বছর। এদিকে সারা বিশ্বে প্রচলিত গ্রেগরিয়ান ক্যালেন্ডার। ফলে প্রতি বছর রমজান মাস ১১ বা ১২ দিন এগিয়ে আসে। ৩০ দিনের পবিত্র রমজান মাস পালনের পর আসে পবিত্র ঈদ-উল-ফিতর। গোটা রমজান মাস জুড়ে রোজা রেখে দান করে, এবাদত করে ইসলাম ধর্মের মানুষেরা। এরপর পালিত হয় খুশির ঈদ।

রমজানের চাঁদ দেখা যাবে- ২৮শে ফেব্রুয়ারি অথবা ১ মার্চ

রমজান শুরু হবে- ১লা অথবা ২রা মার্চ

ঈদ উল ফিতর - ৩১শে মার্চ বা ১লা এপ্রিল

প্রাথমিকভাবে জানা যাচ্ছে ১লা মার্চ মাগরিবের পর অর্থাৎ সন্ধ্যাবেলা চাঁদ দেখে শুরু হবে রমজান মাস। ৩১শে মার্চ ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ পশ্চিমা দেশগুলিতে।