মাধ্যমিকের বিতর্কিত অঙ্ক পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের 

Madhyamik Exam

গত শনিবার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। আর সেই পরীক্ষার পরেই তৈরি হয়েছিল বিতর্ক। মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্কের (Madhyamik Exam 2025 Mathematics Question) মাঝেই ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর এমনটাই জানিয়ে দিল পর্ষদ।



গোটা রাজ্যে জুড়ে ১৫ নম্বর প্রশ্নের ২ নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গ অঞ্চলের ৩ নম্বর প্রশ্নের ৬ নম্বর প্রশ্ন, বর্ধমান অঞ্চলের ৩ নম্বরে প্রশ্নের ৩ নম্বর প্রশ্ন,মেদিনীপুরে ৩ নম্বর প্রশ্নের ৪ নম্বর প্রশ্নে বিতর্ক এবং কলকাতা ৩ নম্বর প্রশ্নের ১ নম্বর প্রশ্নে বিতর্ক । 'মাধ্যমিকে অঙ্কের ২টি প্রশ্নে হাত দিলেই নম্বর' । বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে সিদ্ধান্ত পর্ষদের।



অঙ্ক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর চারদিক থেকে একাধিক অভিযোগ উঠতে শুরু। অভিযোগ, প্রশ্ন কঠিন হয়েছে, কোথাও অভিযোগ সিলেবাস বহির্ভূত প্রশ্ন হয়েছে, গোটা বিষয়টা খতিয়ে দেখে, বিশেষজ্ঞ কমিটিকে দায়িত্ব দেয় মধ্যশিক্ষা পর্ষদ। এরপর আজ বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে পর্ষদ জানিয়েছে সিলেবাসের মধ্যে প্রশ্ন থাকলেও, এবং বিকল্প অনেক প্রশ্ন থাকলেও ২টি প্রশ্নেরই অঙ্ক কষতে শুরু করলেই নম্বর পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা।