বিধানসভা থেকে ৩০ দিনের জন্য সাসপেন্ড শুভেন্দু সহ চার বিধায়ক

Subhendu Adhikary


বিধানসভা থেকে সাসপেন্ড বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরও তিন বিজেপি বিধায়ক। ৪ বিধায়ককেই ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। শুভেন্দু অধিকারী ছাড়াও সাসপেন্ডের তালিকা অপর তিন বিধায়ক হলেন অগ্নিমিত্রা পাল, বিধায়ক বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কার।

সোমবার বিধানসভায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল রাজ্যের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা হয়নি তা নিয়ে মোকাবিলা করতে সরকার ব্যর্থ এই অভিযোগে মূলতুবি প্রস্তাব আনেন। স্পিকারের নির্দেশে সেই প্রস্তাব পাঠ হয়। মুলতবি প্রস্তাব পাঠ করার পর বিজেপি বিধায়করা বিষয়টির উপর আলোচনা চাইলে স্পিকার আলোচনায় সায় না দেওয়ায় তুমুল হট্টগোল শুরু করে বিজেপি বিধায়করা। ওঠে সরকার বিরোধী স্লোগান। বিধানসভার কার্যবিবরণী ছিঁড়ে ছোড়া হয় বলেও অভিযোগ।

শুভেন্দু নিজেই বলেন, 'সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, কার্যবিবরণীর কাগজ ছিঁড়েছি'। বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। তারপরই অধ্যক্ষের চেয়ারকে অপমান করার অভিযোগে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী সহ ৪ বিধায়ককে। ৩০ দিনের জন্য বিধানসভা থেকে চার বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে।