বাজেটে DA বৃদ্ধির ঘোষনায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের

DA new

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচি পালিত হলো। 2025 পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। বাজেট ঘোষনায় সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী এপ্রিল থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধি কার্যকর হবে।



রাজ্য সরকারের ডিএ বৃদ্ধির ঘোষনায় খুশি সরকারি কর্মচারী মহলের একাংশ। সরকারের এই সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বলা হয় মানবিক মুখ্যমন্ত্রীর এই ধরনের সিদ্ধান্তকে তারা স্বাগত জানায় সেই সাথে আজ সারা রাজ্যের সাথে সাথে দিনহাটা দুই নং ব্লকে রাজ্য কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।


এদিনের এই শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা সভাপতি সুব‍্রত সাহা দিনহাটা 2 নং ব্লক নেতৃত্ব ধীরাজ চন্দ্র রায়, শংকর রায় প্রামানিক, আব্দুস সাত্তার রহমান সহ ফেডারেশনের অন্যান্য ব্যক্তিরা।



প্রসঙ্গত রাজ্যের বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষনা দেন। চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হবে আর তা কার্যকর হবে এপ্রিল থেকে। এই ডিএ বৃদ্ধির ঘোষনার পর রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে ১৮ শতাংশ হলো।