Latest News

6/recent/ticker-posts

Ad Code

'গুরুতর অভিযোগ, দ্রুত নিষ্পত্তি প্রয়োজন', আরজি কর কাণ্ডে হাইকোর্ট

'গুরুতর অভিযোগ, দ্রুত নিষ্পত্তি প্রয়োজন', আরজি কর কাণ্ডে হাইকোর্ট

Highcourt

আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য তথা দেশ। ইতিমধ্যে শিয়ালদহ আদালত এই মামলায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। যদিও শুধু চিকিৎসক খুন ও ধর্ষনে থেমে নেই আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলা চলছে কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলার শুনানি ছিল। সিবিআই সমস্ত নথি পেশ করতে না পারায় শুনানি পিছিয়ে যায় আগামী ১৮ তারিখ পর্যন্ত।

বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের মন্তব্য, ”এই ধরনের দুর্নীতি প্রশাসনের অভ্যন্তরে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনকেও তা দূষিত করে তোলে। তাই কোনও বিলম্ব না করে জনস্বার্থে দ্রুত মামলাটির শুনানি শুরু হওয়া প্রয়োজন।”

আরজি কর হাসপাতাল ও কলেজে অধ্যক্ষ থাকাকালীন একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, একাধিক ঘনিষ্ঠ জন জড়িত বলেও অভিযোগ। সন্দীপের আইনজীবীরা জানান, এখনও পর্যন্ত এই মামলা সংক্রান্ত ৪৬২ টি নথির মধ্যে সিবিআইয়ের থেকে তাঁরা মাত্র ২১৬টি নথি হাতে পেয়েছে। তা শুনে বিচারপতিরা নির্দেশ দেন, ১২ তারিখ অর্থাৎ বুধবারের মধ্যে বাকি নথি হস্তান্তর করতে হবে আইনজীবীদের। তারপর ১৮ তারিখ শুনানি হবে।

সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর মনে করছে আদালত। সমাজজীবনে এবং স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়তে পারে বলে দ্রুত মামলা গুলির নিষ্পত্তির প্রয়োজন বলে মনে করছে আদালত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code