পুকুর থেকে উদ্ধার বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির লাশ! চাঞ্চল্য দিনহাটায় 

Dead body rescue

সমীর হোসেন, দিনহাটা:

বড় খবর। দিনহাটার বড়শাকদল গ্রাম পঞ্চায়েতে পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত পচা গলা লাশ। রাখাল মারিয়া এলাকায়, মিঠুন দেব নামে এক ব্যক্তির পুকুর থেকে এই বস্তা উদ্ধার হয়। সেই বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ। বেড়িয়ে এলো একটা পচা গলা দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

জানা যায়, পুকুরে মিঠুন দেব দেখতে পান একটি বস্তা। তৎক্ষণা এলাকার গ্রাম পঞ্চায়েতের ভিলেজ পুলিশকে ফোন করলে, ভিলেজ পুলিশ সাহেবগঞ্জ থানার পুলিশ সহ ঘটনাস্থলে আসেন এবং এসে দেখতে পান একটি বস্তা তা দেখার পরেই বস্তাটি উদ্ধার করা হয়। এরপর বস্তা থেকে উদ্ধার হয় একটি দেহ। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা মৃতদেহ দেখে চমকে ওঠে স্থানীয় মানুষজন।

এই বিষয়ে স্থানীয় মানুষজনের বক্তব্যে উঠে আসে তারা অনেকটাই আতঙ্কের মধ্যে রয়েছে। এরকম ঘটনা কখনো দেখেনি এই এলাকায়। এরকম ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কের ছায়া গোটা এলাকাতে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে খতিয়ে দেখছে। কেন, কে বা কারা, কি উদ্দেশ্যে এই অজ্ঞাত মানুষটাকে মেরে ফেলে দিয়েছে তার উত্তর মিলবে কবে সেদিকেই তাকিয়ে জনতা। পাশাপাশি এই অজ্ঞাত পরিচয় হীন লাশটি কে? কোথায় বাড়ি? এই মুহূর্তে গোটা এলাকাজুড়ে রহস্যের প্রশ্ন।

যদিও প্রশাসন সূত্রে খবর, হাড় গুলো ঠিক মানুষের কিনা তা এখনোও শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে সকল উপস্থিত জনতা মানুষের হাড় বলেই মনে করছে।