বিধায়ক সুশীল বর্মণের বাড়িতে এলেন বিধান সভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী



কিছুদিন আগে বিধায়ক সুশীল বর্মণের বাবা কেশরী মোহন বর্মন পরলোক গমন করেন তখন তিনি আসতে পারেনি তাই সৌজন্য সাক্ষাত করতেই তার এই সফর বলে জানা যায়। অবশ্য তার আসার কথা আগেই চাউর হতেই প্রচুর কর্মী সমর্থক ভিড় জমান সুশীল বর্মণের বাড়িতে।




সঙ্গে উপস্থিত ছিলেন, কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়, তুফানগঞ্জ বিধায়ক মালতী রাভা, শীতলকুচির বিধায়ক বরেন চন্দ্র বর্মণ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এই দিন প্রথমে তিনি আগত কর্মী সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের সমালোচনায় মুখরিত হয়। তিনি বলেন, লোকসভা নির্বাচনের পর জেলায় কর্মী সমর্থকদের অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে। লোক সভা নির্বাচনে আপনাদেরকে হারানো হয়েছে, জেলা শাসক এর অঙ্গুলি হেলনে ভোট লুট হয়েছে তা না হলে কোচবিহারে আপনারাই জিততেন। আর ভয় দেখিয়ে পঞ্চায়েতদের দলে নিয়েছে তৃণমূল কিন্তু লাভ হবে না আমরা জানি তাদের শুধু ধরটা নিয়েছে কিন্তু মনটাকে নিতে পারেনি।

তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান দিল্লিতে যেমন আমরা জিতেছি ঠিক তেমনি বাংলাতেও জিতবো। পরিবর্তন হবেই আর কয়েকটা মাস অপেক্ষা করুন। আমরা ভয় মুক্ত ভোট করবই। কোচবিহার জেলায় একটা আসনও পাবে না তৃণমূল । শুধু তাই নয় বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা চাই না আমাদের পশ্চিম বঙ্গ বাংলাদেশ হউক।

পাশাপাশি তিনি আরো বলেন ছতিশগর ৩১০০ টাকা কুইন্টাল ধান বিক্রি হচ্ছে । দিল্লিতে ২৫০০ টাকা মা বোনেরা পাবেন, ৫০০ টাকা এলপিজি গ্যাপ পাবেন। বিজেপি যা কথা দিয়েছে তাই রেখেছে সারাদেশ গেরুয়া হয়ে যাচ্ছে ,আমরা যদি সাগর হই তৃণমূল কুয়োর ব্যাঙ। মৃত্যু কুম্ভ নয় ওটা অমৃত কুম্ভ, যারা মৃত্যু কুম্ভ বলেছেন, তাদের ধ্বংস অবশ্যম্ভাবী।