ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার গাইডেন্সের উপর দুই দিনের কর্মশালা শুরু কোচবিহারে
![]() |
ছবিঃ নিজস্ব |
ICSI- The Institute Of Company Secretaries of India এর সাথে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের (WBSSM) যৌথ উদ্যোগে দুইদিনের বিশেষ ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম শুরু হলো কোচবিহার উৎসব অডিটোরিয়ামে। শেষ হবে ৩০ জানুয়ারি ।
কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন প্রদীপ প্রজ্জোলনের মধ্যদিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন। মঞ্চে উপস্থিত ছিলেন মহাদেব শৈব, রজত বর্মা, শৈলেন বর্মা, জয়িতা খাটুয়া, রূপাঞ্জনা দে, তাপস কুমার রায়, ধনঞ্জয় চক্রবর্তী, মানস ভট্টাচার্য, সঞ্জয় কুমার সরকার, অঙ্গিরা দত্ত, মৃণাল কান্তি, বরুন মজুমদার, সুদীপ কুমার বন্দ সহ অন্যান্যরা।
জেলা প্রকল্প আধিকারিক মহাদেব শৈব এদিনের স্বাগত ভাষণে সকল উপস্থিত ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান। তিনি বিভিন্ন বিদ্যালয় থেকে আসা প্রধান শিক্ষক এবং নোডাল অফিসারদের উদ্যেশ্যে বলেন, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ তৈরি করতে এগিয়ে আসতে হবে। বিদ্যালয়গুলিতে নিয়মিতভাবে ছাত্র-ছাত্রিদের ক্যারিয়ার গাউডেন্স করতে হবে। সম্ভব হলে প্রতি শনিবার নিয়মিতভাবে ক্যারিয়ার বিষয়ে গাইডেন্সের ব্যবস্থা করতে হবে।
ICSI এর নমিনি মেম্বার রূপাঞ্জনা দে খুব সুন্দর ভাবে বর্তমান সময়ে সফল ক্যারিয়ার হিসাবে কোম্পানি সেক্রিটারিয়েটের গুরুত্ব ব্যাখ্যা করেন।
ICSI এর পক্ষ থেকে তাপস কুমার রায় কোম্পানি সেক্রেটারিয়েট কোর্স বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন।
ক্যারিয়ার কাউন্সিলার এবং ট্রেইনার অধ্যাপক ধনঞ্জয় চক্রবর্তী জানান, বর্তমান সময়ে চাকরির বাজারে টপ ইলিভেনে রয়েছে-
আজ ১০৯ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নোডাল অফিসারদের উপস্থিত ছিলেন, আগামীকাল আরও ১০০ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নোডাল অফিসাররা উপস্থিত থাকবেন। আজকে প্রথম দিনের অনুষ্ঠানে কোচবিহার সদর এবং দিনহাটা মহকুমার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊