অনুষ্ঠিত হল বাসন্তীরহাট শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত বাসন্তীরহাট শিশু মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সারাদিন ব্যাপী এক বিরাট ও বর্ণাঢ্য অনুষ্ঠান নজর কেড়েছে সকলের। কচিকাঁচাদের সুন্দর পারফরম্যান্স মন কেড়েছে দর্শক মণ্ডলীর।
এদিন সকাল থেকেই শুরু হয় অনুষ্ঠান। ক্রীড়া প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন দেবানন্দ মহারাজ জী। অঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন চিত্রশিল্পী ইভানা কুণ্ডু। এছাড়াও কোকোনাট ম্যান নামে পরিচিত বিশ্বজিৎ বর্মনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপী নানাবিধ অনুষ্ঠানে মুখরিত হয়ে ওঠে। এদিনের অনুষ্ঠানে সমবেত নৃত্য, সমবেত আবৃত্তি, সমবেত গান, সমবেত যোগা, একক নৃত্য, আবৃত্তি সহ একাধিক বিভাগে কচিকাঁচাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
এছাড়াও এই অনুষ্ঠানেই এদিন সংবর্ধনা প্রদান করা হয় বিশিষ্ট সমাজসেবী শঙ্কর রায়, চিত্রশিল্পী ইভানা কুণ্ডু, কৃতি ছাত্র বিক্রম দাস, আকাশ আটের সুপারস্টার আরাধ্যা মজুমদার, ডাকঘর অধিকর্তা ভৈরবী মোদক, বিউটিশিয়ান মান্টি মনিদাস, শিক্ষিকা সঙ্গীতা বিশ্বাস, নৃত্যশিল্পী কাকলি বর্মন, শিক্ষিকা তন্নী রায়, সোশ্যাল মিডিয়া ভাইরাল নির্মল রায়কে। সংবর্ধনা গ্রহন করে খালি গলায় সঙ্গীত পরিবেশন করেন আরাধ্যা। আরাধ্যর সেই গান ছুঁয়ে যায় দর্শকদের হৃদয়।
এদিনের এই অনুষ্ঠানে অতিথির আসন অলঙ্কৃত করেন দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয় গোপাল ভৌমিক, ওকড়াবাড়ী আলাবকস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি রঞ্জিত মোদক, পরিচালন সমিতির সদস্য তথা বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সম্রাট দাস, পরিচালন কমিটির কোষাধ্যক্ষ প্রদীপ সরকার, সংবাদ একলব্যের মুখ্য সম্পাদক আরিফ হোসেন সহ অন্যান্য আরোও অনেকে। সুমন রায়ের সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান আচার্য বিশ্বজিৎ রক্ষিত ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের পরিচালনায় এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যায় মন ভরে সকলের।
এদিন বিদ্যালয়ের প্রধান আচার্য বিশ্বজিৎ রক্ষিত বলেন, সকাল ১১টা থেকেই শুরু হয়েছে অনুষ্ঠান। প্রথমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এরপর দুপুর ২টায় অঙ্কন প্রতিযোগিতা এবং বিকাল থেকে শুরু হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে সুন্দরভাবে অনুষ্ঠিত হলো আজকের অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ তাঁদের মুল্যবান সময় আমাদের উপহার দেওয়ার জন্য। পাশাপাশি সকল দর্শকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবকদের সহযোগিতায় অনুষ্ঠান সফল হল সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊