সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বামন গোলায়



বামনগোলা:

ট্রাফিক আইন মেনে চলুন। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে প্রচার বামনগোলা থানার পক্ষ থেকে।পাকুয়াহাট আউটপোস্ট থেকে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটা র‍্যালি বের হয় যা গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে।

সাবধানে চালাও, জীবন বাঁচাও-এমনই স্লোগান তুলে ধরে মালদার বামনগোলা থানার তরফে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন বামনগোলা বিডিও মনোজিৎ রায়, বামনগোলা থানার আইসি তরুণ কুমার রায়, পুলিশের বিভিন্ন আধিকারিক সহ বামনগোলা থানার সিভিক ভলেন্টিয়াররা।

বিশেষ করে মঙ্গলবার এই প্রচার চালান। মঙ্গলবার হাটের দিন। বিভিন্ন এলাকার বাসিন্দারা মঙ্গলবারের দিন জমায়েত হয়। সাধারণ মানুষ হাটে তাই এই দিনকে সামনে রেখে সেফ ড্রাইভ, সেভ লাইফের মধ্য দিয়ে বাইক আরোহী থেকে শুরু করে বিভিন্ন যানবাহ চালকদের সচেতন করা হয়। হেলমেট পড়ে গাড়ি চালানো সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।