যানজট কমাতে সেতুর অসমাপ্ত কাজ করবে পৌরসভা
তিনভাগ সম্পূর্ণ হওয়া সেতুর অসমাপ্ত কাজ করবে পৌরসভা। যানজট মোকাবিলায় অসমাপ্ত সেতুর কাজে উৎদোগী জলপাইগুড়ি পৌরসভা।
এবার নতুন ভাবে সেতুর কাজ করবে জলপাইগুড়ি পৌরসভা। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত রবীন্দ্রভবন সংলগ্ন করলা নদীর উপরে সেতু তৈরি করার উদ্যোগ নিয়েছিল প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। বর্তমানে বেশ কয়েকটি বছর পার হয়েছে। কিন্তু সেই সেতু অসমাপ্ত অবস্থায় রয়েছে ।
এর আগে এসজেডি সেতুটি নতুন ভাবে চালু করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু সেই উদ্যোগে তারা সফল হয়নি । এবার জলপাইগুড়ি পৌরসভা সেই সেতুর কাজ শুরু করবে। সেতুটি নতুন ভাবে চালু করবে।
এ বিষয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি বলেন এই সেতুটি চালু করার জন্য সরকারি দপ্তর অনেক চেষ্টা করেছিল কিন্তু জট থেকেই গেছে। এবার জলপাইগুড়ি পৌরসভা নিজের উদ্যোগেই সেতুর কাজ করবে। পাশাপাশি শহরে আরেকটি সেতুও তারা তৈরি করবে যানজট মোকাবিলা করতে।
এই খবর প্রকাশ্যে আসতেই স্থানীয় লোকজনরা আনন্দ প্রকাশ করেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊