Law Clerk Cum Research Associates পদে নিয়োগ করছে সুপ্রিমকোর্ট
Law Clerk Cum Research Associates পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Supreme Court of India. আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন। ১৪ই জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে আবেদন গ্রহন যা চলবে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত।
আইন বিষয়ে স্নাতক পাশ হলে করা যাবে আবেদন। আবেদনকারীকে ০৭/০২/২০২৫ হিসেবে ২০ থেকে ৩২ বছর বয়সের মধ্যে হতে হবে। মোট ৯০টি শূন্যপদ রয়েছে।
লখনউ, দিল্লি, পাটনা, আহমেদাবাদ, আম্বালা, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চেন্নাই, দেরাদুন, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইম্ফল, যোধপুর, কলকাতা, মুম্বাই, নাগপুর, পুনে, রায়পুর, রাঁচি, শ্রীনগর, থ্রুভানন্তপুরম এবং ভাসাখাপত্তনম।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊