Jyotipriya Mallick: জেলমুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক

Jyotipriya Mallick

১৪ মাস পর জেল থেকে মুক্তি পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বুধবার রেশন দুর্নীতি মামলায় তাঁকে জামিন দিয়েছে বিশেষ ইডি আদালত। এরপর আইনি প্রক্রিয়া মিটিয়ে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রেসিডেন্সি জেলের বাইরে বের হন জ্যোতিপ্রিয়। তবে বাইরে বেড়িয়ে সাংবাদিকদের  কোনও মন্তব্য করেননি তিনি।


এদিন জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন পাওয়ার খবর পাওয়ার পরই অনুগামীরা জেলের বাইরে এবং সল্টলেকের বাড়িতে ভীড় জমান। তবে আদালতের নির্দেশ মোতাবেক জেলের বাইরে কারোর সঙ্গে কথা বলেননি জ্যোতিপ্রিয়। নিজের আইনজীবী ও মেয়ের সঙ্গে বাড়ির পথে রওনা দেন।

উল্লেখ্য, রেশন দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় একের পর এক অভিযুক্ত বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা আগেই জামিন পেয়েছেন। একা জ্যোতিপ্রিয় মল্লিকই এতোদিন জেলে ছিলেন। আদালতে বালুর আইনজীবী বাকিবুর-শঙ্করের জামিনকে হাতিয়ার করে তাঁর মক্কেলের জামিনের পক্ষে সওয়াল করেন। ফলে বিচারক আজ জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মঞ্জুর করেন।