ISRO Grows Crops in Space: মাত্র চারদিনে মহাকাশে শস্য ফলিয়ে নয়া মাইলফলক ছুঁল ISRO

ISRO Grows Crops in Space


নয়া মাইলফলক স্পর্শ করলো ISRO । মাত্র চারদিনে মহাকাশে শস্য ফলিয়ে নয়া মাইলফলক স্পর্শ করলো ISRO। PSLV -C60 POEM-4 অভিযানে সম্প্রতি মহাকাশে ২৪টি পেলোড মহাকাশে পাঠায় ISRO। বিভিন্ন স্টার্টআপ এবং গবেষণা সংস্থাও ওই অভিযানে অংশ নেয়। প্রযুক্তিগত প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি, মহাকাশ গবেষণার ক্ষেত্রকে আরও প্রসারিত করতেই এই অভিযান ISRO-র।


মাধ্যাকর্ষণ শক্তির বাইরে, মহাকাশে বরবটি কলাইয়ের বীজ অঙ্কুরিত করে দেখাল ISRO। CROPS Compact Research Module for Orbital Plant Studies (CROPS) পেলোডটিতে ফসল ফলানোর চেষ্টা করেছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC)। এটি একটি স্বয়ংক্রিয় প্রযুক্তি, যা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বীজের অঙ্কুরোদগম এবং এবং গাছের বৃদ্ধি নিয়ে গবেষণা চালায়।


জানা যায়, মহাকাশে বরবটি কলাইয়ের চারটি বীজ পাঠানো হয়েছিল। উচ্চ রেজলিউশন সম্পন্ন ক্যামেরা দিয়ে প্রতিটি মুহূর্তের ওপর নজরদারি চালানো হয়েছে। ইতিমধ্যে বীজ অঙ্কুরিত হয়েছে তার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে ISRO।