Latest News

6/recent/ticker-posts

Ad Code

Ind vs Eng 3rd T20I: ব্যর্থ বরুণের লড়াই, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি২০-তে হারলো ভারত

ব্যর্থ বরুণের লড়াই, ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি২০-তে হারলো ভারত 

Ind vs Eng


ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের তৃতীয় ম্যাচে হারলো ভারত। সিরিজে ২-১ এ এগিয়ে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের ৯ উইকেটে ১৭১ রানের জবাবে ভারতের ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১৪৫ রানে। ২৬ রানে হারে ভারত। তবে এই ম্যাচ জিতলেই সিরিজ জিতে এগিয়ে যেত ভারত।

এদিন ব্যাট হাতে যখন দুরন্ত ইংল্যান্ডের ব্যাটাররা তখন ইংল্যান্ডকে ধাক্কা দেন বরুন। বাটলার (২৪), জেমি স্মিথ (৬), জেমি ওভারটন (শূন্য), ব্রাইডন কার্স (৩) এবং জোফ্রা আর্চারকে (শূন্য) পর পর আউট করে ম্যাচের প্রথমার্ধেই ভারতকে চালকের আসনে বসিয়ে দেন বরুণ। ২৪ রান দিয়ে ৫ উইকেট তোলে বরুন। ওপেন করতে নেমে ডাকেট করলেন ২৮ বলে ৫১। আর চাপের মুখে লিভিংস্টোনের ব্যাট থেকে এল ২৪ বলে ৪৩ রানের ইনিংস। আদিল রশিদ (১০) এবং মার্ক উড (১০) অপরাজিত থাকেন।

জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি। ব্যর্থ হন সঞ্জু স্যামসন (৩)। সূর্যকুমারও ১৪, অভিষেক ২৪ করে ফেরেন। আগের দিন শতরান করা তিলক বর্মাও (১৮) এ দিন পরাস্ত হলেন রশিদের স্পিনে। বাটলারের হাতে ধরা পড়ে গেলেন হার্দিক। ৩৫ বলে ৪০ রান করেন তিনি। অক্ষর করেন ১৬ বলে ১৫। হার্দিক আউট হওয়ার সঙ্গে সঙ্গে ভারতের জয়ের আশাও শেষ হয়ে যায়। ৭ রান করেন শামি। ব্যর্থ ধ্রুব জুরেল (২)। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রবি বিশ্নোই (১) এবং বরুণ (৫)। এদিন ১টি উইকেট নেন রশিদ। ওভারটন ২৪ রানে ৩ উইকেট নিলেন। ২টি করে উইকেট আর্চার এবং কার্সের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code