'আমরা ক্ষতিপূরণ চাই না, আমরা বিচার চাই।'-আরজিকরের নির্যাতিতার পরিবার
সোমবার কলকাতার শিয়ালদহের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত আরজি কর ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সঞ্জয় রায়কে মৃত্যু পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
একই সাথে আদালত রাজ্যকে ক্ষতিপূরণ হিসাবে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্যাতিতার পরিবারকেও নির্দেশ দিয়েছে।
আদালত রায় ঘোষণার পরপরই অ্যাডভোকেট রেহমান গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং বলেন, "সঞ্জয় রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বিএনএস-এর ৩টি ধারায় আসামিকে জরিমানাও করা হয়েছে। আদালত রাষ্ট্রকে নির্দেশ দেন নিহতের পরিবারকে 17 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার।'
সংবাদ সংস্থা এএনআই-এর মতে, ভিকটিম পরিবার টাকা গ্রহণের বিষয়টি অস্বীকার করে বলেছে, "আমরা ক্ষতিপূরণ চাই না, আমরা বিচার চাই।"
প্রসঙ্গত রায় ঘোষণার আগে একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা-মা বলেছিলেন-
“পাঁচ মাস বা পাঁচ বছর লাগুক, তাতে কিছু যায় আসে না। আমরা ন্যায়ের জন্য বেঁচে আছি। আমাদের জীবনে এখন আর কিছুই অবশিষ্ট নেই। আমরা আশা করি সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হবে। সেখানে জৈবিক প্রমাণ ছিল, যা ইঙ্গিত করে যে সঞ্জয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিন্তু আমরা বিশ্বাস করি না যে তিনি একা একাজ করেছেন।”
এদিকে আজ এজলাসের কাজ আরম্ভ হওয়ার পর বিচারক সঞ্জয়ের কাছে শুনতে চান তিনি কি বলতে চাইছেন, তখন সঞ্জয় বলে, 'ধর্ষণ ও খুনে জড়িত নই। ফাঁসানো হয়েছে।' ফের আদালতে একই কথা বলল আর জি ক কাণ্ডের দোষী ।
RG Kar rape and murder case | Victim's parents to Sealdah court judge: "We don't want compensation, we want justice."
— ANI (@ANI) January 20, 2025
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊