বুড়িরহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের নব নির্মিত গৃহের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী উদয়ন গুহ

burirhat gp



দিনহাটা: 

বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নব নির্মিত গৃহের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী উদয়ন গুহ। মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিট নাগাদ ফিতে কেটে নবনির্মিত গৃহের শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ।

তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান আলিমা খাতুন বিবি, উপ প্রধান যাজ্ঞবল্ক সিংহ, তৃনমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সহ সভাপতি আব্দুল সাত্তার, তৃনমূলের বুড়িরহাট এক নম্বর অঞ্চল সভাপতি সঞ্জীব বর্মন, চেয়ারম্যান খগেস্বর বর্মন, রাজীব বর্মন, মৃনাল বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্ব।

জানা গেছে পঞ্চদশ ফাইন্যান্স কমিশনের অর্থানুকূল্যে ৪৫ লক্ষ টাকা ব্যয়ে গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত গৃহের কাজ সম্পন্ন হয়েছে।

এদিন সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত গৃহটি একটি স্থায়ী সম্পদ হয়ে রইলো। এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বহু উন্নয়ন হয়েছে, এবং আরো উন্নয়ন হবে কেননা উন্নয়নের কখনো শেষ নেই।