গোপন খবরের ভিত্তিতে ৫৭ লক্ষ টাকার সোনা সহ গ্রেপ্তার দিনহাটার ১

gold smuggling



গোপন খবরের ভিত্তিতে গতকাল কেন্দ্রীয় রাজস্ব দপ্তরের তরফ থেকে কুশলডাঙ্গা টোল প্লাজা তল্লাশি চালিয়ে প্রায় ৫৭ লক্ষ টাকার সোনা উদ্ধার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মতিয়ার মিঁয়া, ৫০ বছর বয়স, বাড়ি কোচবিহার জেলার চৌধুরী হাটে।

কেন্দ্রীয় রাজস্ব দপ্তরের আইনজীবী রতন বণিক জানান গতকাল একটি গোপন সূত্রের খবরের ভিত্তিতে কুশলডাঙ্গা টোল প্লাজার কাছে একটি সরকারি বাসে করে এক ব্যক্তি বাংলাদেশ থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল সোনা, সেই ব্যক্তিকে ওখান থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করে নেন তার শরীরের অন্তর্বাসে লুকানো আছে ছয় পিস বিদেশি সোনার বিস্কুট। তখন তাকে শিলিগুড়ি কেন্দ্রীয় রাজস্ব দপ্তরের আনা হলে তার শরীরে তলদেশে চালিয়ে উদ্ধার করা হয় এই ৬ পিস সোনার বিস্কুট যার বাজার মূল্য প্রায় ৫৭ লক্ষ টাকা।

ধৃত ব্যক্তিকে গ্রেফতার করে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। বিচারক শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন।