Latest News

6/recent/ticker-posts

Ad Code

শ্রীরামপুর মলিনা লাহিড়ি বয়েস একাডেমি উচ্চ বিদ্যালয়ের ৭৫ তম বর্ষের পরিসমাপ্তির অনুষ্ঠান

শ্রীরামপুর মলিনা লাহিড়ি বয়েস একাডেমি উচ্চ বিদ্যালয়ের ৭৫ তম বর্ষের পরিসমাপ্তির অনুষ্ঠান

75th year graduation ceremony of Molina Lahiri Boys Academy High School, Serampore



সুরশ্রী রায় চৌধুরী:


২৫ ও ২৬ শে জানুয়ারি- গত দুইদিন ধরে শ্রীরামপুর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল শ্রীরামপুর মলিনা লাহিড়ি বয়েস একাডেমি উচ্চ বিদ্যালয়ের ৭৫ তম বর্ষের পরিসমাপ্তির অনুষ্ঠান।


এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি অধ্যাপক ডঃ সমীর চট্টোপাধ্যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ শ্রীরামপুর লোকসভা, ডঃ সুদীপ্ত রায়, বিধায়ক শ্রীরামপুর বিধানসভা, শ্রী প্রসূন বাছার, অতিরিক্ত বিদ্যালয় জেলা পরিদর্শক শ্রীরামপুর, শ্রীরামপুর মলিনা লাহিড়ি বয়েস একাডেমি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার দাস সহ অনন্য গুণীজনেরা।


এই অনুষ্ঠান সম্পর্কে প্রধান অতিথি যাদবপুর বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ডঃ সমীর চট্টোপাধ্যায় জানিয়েছেন, ১৯৪৯ সালে শ্রীরামপুরের কয়েকজন দূরদর্শী শিক্ষাব্রতীর অক্লান্ত প্রয়াসে শ্রীরামপুর মলিনা লাহিড়ি বয়েস একাডেমি উচ্চ বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল। তারপর একে একে কেটে গেছে দীর্ঘ ৭৫ বছরের পথ চলা। বহু ছাত্রের সাফল্যের জয়ধ্বজা তুলেছে তারই ৭৫ তম বর্ষের পরিসমাপ্তির উৎসব অনুষ্ঠিত হচ্ছে।


এই অনুষ্ঠান মঞ্চে বিদ্যালয়ের বাৎসরিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code