Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলকাতা বইমেলা শুরুর আগেই ৩০ টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

কলকাতা বইমেলা শুরুর আগেই ৩০ টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

30 new books unveiled ahead of Kolkata International Book Fair


সুরশ্রী রায় চৌধুরী, কলকাতা: 

আগামী ২৮ জানুয়ারি শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা, আর তার আগেই ২৪ জানুয়ারি কলকাতা প্রেসক্লাবে দেব সাহিত্য কুটীর এর আয়োজনে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, সাহিত্যিক, সাংবাদিক সহ একাধিক সৃজনশীল মানুষ।

এই অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক হিমাদ্রী শেখর দাশগুপ্ত, চঞ্চল ঘোষ, রূপক চট্টরাজ, সর্বানি মুখোপাধ্যায়, মনোজিৎ গাইন এর উপস্থিতিতে ৪৮ তম আন্তর্জাতিক পুস্তক মেলার মোট ৩০ টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করলেন ও শতাধিক দর্শক শ্রোতার করতালিতে সম্মানিত হলেন সমস্ত লেখক লেখিকা।

অনুষ্ঠান সঞ্চালনা করলেন সাহিত্যিক,অভিনেত্রী, মডেল কোঅর্ডিনেটর শিল্পী চক্রবর্তী। দেব সাহিত্য কুটিরের ম্যানেজিং ডিরেক্টর শ্রী রাজর্ষি মজুমদার ও সম্পাদিকা সিইও শ্রীমতি রাজীকা মজুমদার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী পুস্তক মেলায় তাঁদের কর্মসূচি জানিয়ে সমস্ত লেখক লেখিকাদের হাতে ডায়েরি ক্যালেন্ডার পেন উপহার দিয়েছেন।

এবারে কলকাতা বইমেলার দেব সাহিত্য কুটীর-এর স্টল নম্বর: ৩৭৫ (৭ নং গেটের সামনে)। কলকাতা বইমেলায় প্রকাশিত হতে চলেছে বই গুলির মধ্যে অন্যতম হল সূর্যোদয় চ্যাটার্জীর দুর্দান্ত কলমে ‘চম্বলের মঙ্গলকথা’। ডাঃ সিদ্ধার্থ ঘোষের প্রেমের উপন্যাস ‘কুর্চি ফুলের গন্ধ’। রমেশচন্দ্র দত্তের ‘নির্বাচিত উপন্যাস’। সুভাষ ধর এর 'অপহরণের শেষপর্ব'। সুরঞ্জনা চট্টোপাধ্যায়ের অলৌকিক গল্প সংকলন ‘অশরীরীর হাতছানি’। সুদীপা চৌধুরীর ‘শিশু ভোলানাথ সমগ্র’। অহন সেনগুপ্তের কলমে ‘আর্যাবর্তের বীরাঙ্গনা’।

হিমাদ্রিকিশোর দাশগুপ্তের সেরা ১৫টি ভৌতিক গল্প নিয়ে প্রকাশিত হতে চলেছে ‘নির্বাচিত ভৌতিক ১৫’। লেখিকা সুজাতার আত্মজীবনীমূলক উপন্যাস ‘উপত্যাকা’। শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের ‘বাবু মিউ সমগ্র’(প্রথম খণ্ড)। বন্দনা পাল-এর উপন্যাস ‘প্রথম প্রেম’। অঞ্জলী ভট্টাচার্য এর ‘বিভীষিকাময় ভৌতিক রহস্য’। ময়ূখ চৌধুরী-র অন্যতম সেরা কমিকস ‘মৃত্যুহীন প্রাণ’ আবারও শুকতারার পাতা থেকে। এছাড়া ও থাকছে অনন্য বই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code