প্রায় ১৪ হাজার শূন্যপদে নিয়োগ SBI-এ, জানুন বিস্তারিত 

SBI CLERK RECRUITMENT


SBI CLERK RECRUITMENT 204, Know Details and Apply Now 

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বহুল প্রতীক্ষিত এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন গ্রহন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ২০২৪-২৫ সালে এসবিআইতে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) র ১৩ হাজার ৭৩৫ টি শূন্যপদ রয়েছে। ১৭ই ডিসেম্বর থেকে শুরু হয়েছিল আবেদন গ্রহন।

অনলাইন রেজিস্ট্রেশন শুরু: ১৭ই ডিসেম্বর ২০২৪

অনলাইন রেজিস্ট্রেশন শেষ: ১ জানুয়ারি,২০২৫

ভুল সংশোধনের শেষ তারিখ: ৭ই জানুয়ারি ২০২৫

আবেদন প্রিন্টের শেষ তারিখ: ২২ জানুয়ারি, ২০২৫

ফি জমা দেওয়ার সময় : ১৭ ডিসেম্বর ২০২৪ থেকে শুরু করে ৭ জানুয়ারি,২০২৫

প্রিলিমিনারি পরীক্ষা: ২০২৫ ফেব্রুয়ারিতে

মেইনস পরীক্ষা: মার্চ কিম্বা এপ্রিল মাসের মধ্যে হবে

কলকাতা সার্কেলে পশ্চিমবঙ্গে মোট রেগুলার ভ্যাকেন্সি (শূন্যপদ): ১২৫৪, ব্যাকলগ ১০

কলকাতা সার্কেলে: আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ৭০ টি রেগুলার ভ্যাকেন্সি

কলকাতা সার্কেলে: সিকিমে রেগুলার ভ্যাকেন্সি ৫৬ টি

স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট - sbi.co.in - এ ক্লিক করে আবেদন জানাতে হবে।