চৌধুরীহাট লাল ঘর হরিরপাট এলাকায় চলছে জমজমাট রাসমেলা
নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য: চৌধুরী হাট ১নং জায়গীর বালাবাড়ী ( লাল ঘর হরিরপাট) তে চলছে জমজমাট রাসের মেলা। বাংলাদেশ সীমান্তবর্তী এই প্রতি বছরের মতো এবারেও পনেরো দিন ব্যাপী চলবে এই মেলা।
প্রতিবছরের মতো এবারেও হাজার হাজার জনতার ঢল নামতে দেখা যায় এই মেলায়। বিভিন্ন দোকান যেমন মিষ্টি, মনোহারী, লটারি, নাগরদোলা, মেলামাইন প্রভৃতির দোকানের সমারোহে সেজে উঠেছে এই মেলা। মন্দিরের সামনে রাস চক্র সহ শ্রীকৃষ্ণের দশ অবতারের বিভিন্ন মূর্তি এবং নানান দেব দেবীর মূর্তিতে সজ্জিত করা হয়েছে।
গত ৬ ডিসেম্বর মেলার শুভ সূচনা হয় এবং মেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এই মেলাকে কেন্দ্র উন্মাদনা চোখে পড়ার মতো।
জানা যায় এই মেলা শুরু হয় 1979 সালে। মেলার সূচনা করেন এলাকার জোতদার নরেন্দ্র নাথ দাস। তিনি স্বপ্নে রাস যাত্রা দেখেন । তারপর থেকে এই মেলার সূচনা হয়। যদিও মাঝপথে আর্থিক কারণে মেলা বন্ধ ছিল কিন্তু পরবর্তীতে নরেন্দ্র নাথ দাসের পুত্র সঞ্জয় দাসের তত্তাবধানে পুনরায় মেলা চালু হয় এবং বর্তমানেও জাকজমক ভাবে চলছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊