ভিনরাজ্যে আলু রপ্তানিতে রাশ টানলো পুলিশ প্রশাসন

Potatoes Export


মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলুর দাম নিয়ন্ত্রণ করতে এই রাজ্যের আলু অন্যের রাজ্যে পাঠানো যাবেনা বলেই ঘোষনা দেন আর তাই তিনি পশ্চিমবঙ্গের সমস্ত চেক পোস্টগুলিতে করা নজরদারি রাখতে বলেছিলেন। সেই মতো আবারো শনিবার আসানসোলের কুলটির বাংলা ঝাড়খন্ড সীমানার ডুবুর্ডিহী চেকপোষ্টে বেশ কয়েকটি আলুবোঝাই লরি আটকালো পুলিশ।লরি গুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়া হচ্ছে। কুলটি ট্রাফিক গার্ড পুলিশ ও চৌরঙ্গীফাঁড়ির পুলিশ সহ পুলিশের উপস্থিতিতে চলছে করা নজরদারি ।লরি থামিয়ে কাগজ পত্র খতিয়ে দেখা হচ্ছে একই সাথে ত্রিপল খুলেও দেখা হচ্ছে আলু বোঝাই থাকলে পুনরায় রাজ্যে ফিরিয়ে দেওয়া হচ্ছে আলু বোঝাই লরি।


আলু বোঝাই লরি যেনো রাজ্যের বাইরে যেতে না পারে তার জন্য পুলিশের কড়া নজরদারি।আর এর ফলে ১৯নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে আলু বোঝাই লরি।কেও তিনদিন চারদিন থেকে দাঁড়িয়ে রয়েছে বলে জানান আলুবোঝাই লরি।আর এর ফলে সমস্যায় পড়েছেন ট্রাকের চালকরা।


একই সাথে দাঁড়িয়ে থেকে আলু গন্তব্যে না পৌঁছালে আলু পচে গেলে আর্থিক ক্ষতি হবে বলে যানান ট্রাক চালক সহ ট্রাকের মালিক।