আবাস যোজনার সার্ভে করতে গিয়ে মেজাজ হারালেন পুলিস !

police lost their temper while surveying the awas yojana


সমির হোসেন,সাহেবগঞ্জ: 

দিনহাটা ২নং ব্লকের গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ছাট পিকনিধারা এলাকায়  আবাস যোজনার তালিকা অনুযায়ী সার্ভে করতে যান নয়ারহাট তদন্ত কেন্দ্রের ওসি অজয় রায়, কিন্তু সেখানে গিয়ে হঠাৎই মেজাজ হারালেন তিনি। 

ভাঙাচোরা বাড়ি হলেও বাড়ির ভেতরে চাষ করা হয়েছে অবৈধ গাজা গাছ। তা দেখেই তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি। 

নিজেই সেই বাড়িতে থাকা গাঁজা গাছ নষ্ট করতে লেগে পড়েন এবং সেই বাড়ির সদস্যদের জানান পরবর্তীতে যদি গাঁজা গাছের চাষ করা হয় সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

অপরদিকে এদিন ছাট পিকনিধারা  এলাকায় আবাসের তালিকায় থাকা বেশ কয়েকটি বাড়ি ঘুরে দেখেন , আবাসের তালিকায় যাদের নাম রয়েছে তারা সত্যিই ঘর পাওয়ার যোগ্য কিনা তা খতিয়ে দেখেন।