মুকুটে নয়া পালক! কুয়েতের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM Modi


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নয়া পালক। এবার কুয়েতের সর্বোচ্চ সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘দ্য অর্ডার অফ মুবারক আল কবীর’ সম্মান দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এর আগে বিল ক্লিন্টন, জর্জ বুশের মতো রাষ্ট্রপ্রধানদের কুয়েতের এই রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে।

বিভিন্ন রাষ্ট্র প্রদত্ত ২০ তম সম্মান মোদীর। কুয়েতের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের আগে বায়ান প্রাসাদে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। ভারতের সাথে বন্ধুত্বের বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মান।

৪৩ বছর পর কুয়েতে পা রেখেছেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। শেষবার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে কুয়েত সফর করেন ইন্দিরা গান্ধী।

কুয়েত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কুয়েতের মাটিতে পা রেখে সেখানে উপস্থিত ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এর পর ‘হালা মোদি’ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হন।