পুকুর ভরাটের অভিযোগে সরব এলাকাবাসীরা, দ্বারস্থ থানার

Belghoria news


বেলঘরিয়ায় পুকুর ভরাটের অভিযোগে সরব এলাকাবাসীরা। প্রতিবাদ করলে প্রাণ নাশের হুমকির অভিযোগ তুলে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের স্থানীয়দের।

বেআইনি ভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল শাশ্বত মিত্র নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রাতের অন্ধকারে একটি বহু তল বিশিষ্ট আবাসন লাগোয়া পুকুরের বেশ খানিকটা অংশ জুড়ে দেদার চলছে বিল্ডিং তৈরির কাজ। আর এর প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন এলাকাবাসীরা। এই সমস্ত বিষয় নিয়ে এবার প্রতিবাদে সরব হলেন বেলঘড়িয়া নন্দননগর এলাকায় অবস্থিত আমতলা অমল সেন মঞ্চের সদস্যরা। এলাকাবাসীদের সাথে নিয়ে এই ক্লাব সংগঠনের সদস্যরা ওয়ার্ডের কাউন্সিলর তমাশ্রী বন্দোপাধ্যায়কে জানান। সাথে বেআইনিভাবে গড়ে তোলা এই আবাসনের কাজ দ্রুত বন্ধ করতে হবে এমনটাও দাবি তুলে বেলঘড়িয়া থানার দ্বারস্থ হন এলাকাবাসীরা।



বেলঘড়িয়া নন্দননগর এলাকায় আমতলা সমাজ উন্নয়ন সমিতির অন্তর্গত একটি পুকুর রয়েছে। সেই পুকুরের একটি পার সহ পুকুরের কিছুটা অংশ বুঝিয়ে দেদার চলছে কনস্ট্রাকশনের কাজ। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বেআইনিভাবে পুকুর ভরাট করা যাবে না বলে কড়াভাবে হুঁশিয়ারি দিলেও সেই কথাকে কর্ণপাত না করেই চলছে অবৈধভাবে নির্মাণকার্য। আর এই বিষয়ে জানতেন না ভোটের কাউন্সিলর তমাশ্রী বন্দ্যোপাধ্যায়। কামারহাটি পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমতলা নন্দননগর এলাকায় প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট পুকুর ভরাটের এই দৃশ্য। দ্রুতই নির্মাণ কার্য বন্ধ করে ব্যবহার উপযুক্ত করে তুলতে হবে পুকুরটি এমনটাই দাবি তোলেন এলাকাবাসীরা।