Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুলের প্রতিষ্ঠা দিবসে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পাঠশালার

স্কুলের প্রতিষ্ঠা দিবসে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পাঠশালার

Pathsala


২৭শে ডিসেম্বর স্কুলের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠিত হল পাঠশালা বাংলা মাধ্যম বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। ষষ্ট বর্ষ এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক অজয় মণ্ডল, উত্তরবঙ্গের বিশিষ্ট ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, সংবাদ একলব্যের মুখ্য সম্পাদক আরিফ হোসেন, সমাজসেবী সমীর মণ্ডল, চিত্রশিল্পী অনুপ রায় সহ অন্যান্য আরোও অনেকে।

এদিন অনুষ্ঠানের শুরুতে অতিথি বরণ করা হয়। এরপর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। বিদ্যালয়ের শিক্ষিকা বৃন্দের সমবেত কন্ঠে উদ্বোধনী সঙ্গীতে মন ছুঁয়ে যায় দর্শক বৃন্দদের। শুভেচ্ছা বার্তা দেন অতিথি বৃন্দরা। এরপর ছাত্রছাত্রীদের একের পর এক নৃত্য, আবৃত্তি কুই্যজ অনুষ্ঠিত হয়। পুরষ্কৃত করা সেরা পারফরমারদের।

এদিন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অভিজিৎ সাহা জানান ২৭শে ডিসেম্বর ২০১৯-এ এই স্কুল প্রতিষ্ঠা হয়। এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর এই দিনেই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। আজকেও হচ্ছে। সকল ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবকারা উপস্থিত হয়েছেন। সকলেই খুশি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপ্পু দত্ত জানান, আজকের এই অনুষ্ঠান ছোট ছোট শিশুদের তথা ছাত্রছাত্রীদের জন্য। তাঁরা খুশি থাকলেই আমরা খুশি। পড়াশুনার পাশাপাশি এই সাংস্কৃতিক দিকটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমরা জানি‌। তাই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখার পাশাপাশি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আয়োজন করে থাকি।

এদিনের এই অনুষ্ঠান ঘিরে বেশ আগ্রহ দেখা গেল ছাত্র ছাত্রী ও অভিভাবক অভিভাবকদের মধ্যে। শিক্ষক ও শিক্ষিকারাও বেশ আনন্দিত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code