আরজি করের ঘটনায় ফের পথে প্রতিবাদে নামলো বামপন্থী জনসংগঠন
আর জি কর কান্ডের পর উত্তাল হয়ে উঠেছে রাজ্য থেকে দেশ । হাইকোর্টের নির্দেশের তদন্তভার হাতে তুলে নেয় সিবিআই। একের পর এক গ্রেফতার করলেও চার মাসের মধ্যে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের মামলায় জামিন পেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। সে কারণেই শুক্রবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার সাসপেন্ডেড ওসি অভিজিৎ মণ্ডলকে জামিন দিল শিয়লদহ আদালাত।
আরজি করের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট, ষড়যন্ত্র এবং সরকারি কর্মী হিসাবে কর্তব্যে গাফিলতির অভিযোগ ১৪ সেপ্টেম্বর সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। ডাক্তারি পড়ুয়া খুনে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৩৮, ১৯৯ এবং ৬১— এর ২ ধারায় শুরু হয় তদন্ত। ৯০ দিন পরও খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআই তাঁদের বিরুদ্ধে চার্জশিট জমা করতে পারেনি। চার্জশিট না দেওয়া কথা জানিয়ে আদালতকে আইনানুগ পদক্ষেপ করার কথা বলেন সিবিআইয়ের আইনজীবী। এরপরই অভিযুক্তদের আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। ১৩ ডিসেম্বর, ২০০০ টাকার বন্ডে জামিন পেলেন সন্দীপ এবং অভিজিৎ।
এরই বিরুদ্ধে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সেটিং তত্ত্বকে সামনে রেখে দিনহাটার রাস্তায় নামলো বামপন্থী জনসংগঠন সমূহ। ব্যাপক সংখ্যক ছাত্র, যুব, মহিলা, শিক্ষক কর্মচারী, শ্রমিক, কৃষকদের দের নিয়ে ময়দান থেকে শুরু হয়ে চৌওড়াহাট বাজার পরিক্রমা করে দিনহাটা পাঁচ মাথার মোড়ে এসে শেষ হয়।
বিক্ষোভে সামিল হয় এসএফআই, ডিওয়াইএফআই ও সারাভারত গনতান্ত্রিক মহিলা সমিতি, এ বি টি এ, এ বি পি টি এ, কর্মচারী সমিতি, আওয়াজ কৃষক সভা, সি আই টি ইউ ।
আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই সম্পাদকমন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, উজ্জ্বল গুহ, এস এফ আই জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আবীর দেব, ধনঞ্জয় বর্মন, মহিলা সমিতির নেত্রী সুজাতা চক্রবর্ত্তী, বাসন্তী বর্মন, দেবযানী মিত্র, রেহেনা পারভিন, কৃষক নেতা গৌরাঙ্গ পাইন, শ্রমিক নেতা তাপস চৌধুরী, আওয়াজের ইনসাফ উদ্দিন আহমেদ, শিক্ষক নেতৃত্ব পল্লব দেব, শুভেন্দু দাস, গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব জয় চৌধুরী, উৎপল আচার্যী প্রমুখ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊