চলে গেলেন উস্তাদ জাকির হুসেন
চলে গেলেন উস্তাদ জাকির হুসেন। রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা উস্তাদ জ়াকির হুসেন।
কলকাতায় ঠিক এই সময়ে এক অনুষ্ঠানে আসার কথা ছিল জাকির হুসেনের কিন্তু শারীরিক অসুস্থতার জন্য বাতিল হয় সেই অনুষ্ঠান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত দু’সপ্তাহ ধরেই তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল বলে খবর। শেষমেষ রবিবার তাঁর মৃত্যু সংবাদ পাওয়া যায়। আর তারপরেই সঙ্গীত জগতে শোকের ছায়া।
সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জ়াকিরের শারীরিক পরিস্থিতির অবনতির খবর পেয়ে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা অনুরাগীরা তাঁর সুস্থতা কামনায় প্রার্থনা শুরু করেন। কিন্তু সেই সব প্রার্থনাকে ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
জাকির হুসেন ১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা একজন প্রখ্যাত তবলা বাদক। উস্তাদ আল্লা রাখা। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তাঁর। সাত বছর বয়স থেকে মঞ্চে একক অনুষ্ঠান করেছেন তিনি। ২০২৪-এ গ্র্যামি পুরষ্কার তাঁর হাত ধরেই প্রথম ভারতে আসে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊